• দমদমের বিবেকানন্দ পল্লিতে চুরি, আতঙ্ক
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দমদমের বিবেকানন্দ পল্লি এলাকায় একটি বাড়িতে চুরি। অন্য দু’টি বাড়িতে চুরির চেষ্টা। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ি থেকে কিছু গয়না, টাকা চুরি করে দুষ্কৃতীরা। তবে বাকি দু’টি বাড়ির ক্ষেত্রে ব্যর্থ হয়। একটি বাড়িতে বাইরে থেকে মই দিয়ে দোতলায় ওঠার চেষ্টা করেছিল। কিন্তু কিছু নিতে পারেনি। সম্ভবত সেই আক্রোশে ওই দু’বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে দেয়। শুক্রবার রাতে দক্ষিণ দমদম পুরসভার দু’নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে এই ঘটনা ঘটে। জায়গাটি দমদম থানার অন্তর্গত। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের স্থানীয় স্তরের নেতা বিপ্লব হালদার জানান, শনিবার ভোরে খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। তালা ভেঙে দেয়।  তদন্ত শুরু করেছে দমদম থানা। এই ঘটনায় কারা জড়িত তা দেখছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখছে। সৌমেন মাইতি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,  ‘আমাদের পাড়ায় এর আগে এমন ঘটনা ঘটেনি। একসঙ্গে তিনটি বাড়িতে চুরির চেষ্টা হল। একটি বাড়ি থেকে টাকা, গয়না গুরুত্বপূর্ণ নথি নিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে। প্রশাসনের বিষয়টি দেখা দরকার। এমনকি মই লাগিয়ে দোতলায় ওঠার চেষ্টাও করেছিল। কিন্তু শব্দ পেয়ে এখানকার বাসিন্দারা চিৎকার করে ওঠায় পালায় দুষ্কৃতীরা।’
  • Link to this news (বর্তমান)