চণ্ডীতলার আইসির মতো ঘটনার পুনরাবৃত্তি কলকাতায় চান না সিপি
বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুগলির চণ্ডীতলার থানার আইসি গুলিবিদ্ধ কাণ্ডের পুনরাবৃত্তি কলকাতায় যেন না হয়! শনিবার বিকেলে কলকাতা পুলিসের মাসিক ক্রাইম কনফারেন্সে শহরের সব থানার ওসিকে এই ইস্যুতে সতর্ক করলেন পুলিস কমিশনার মনোজ ভার্মা।
পাশাপাশি এদিনের ক্রাইম ক্রাইম কনফারেন্সে বেআইনি নির্মাণ নিয়ে সিপির প্রশ্নের মুখে পড়েন বেনিয়াপুকুর থানার ওসি রাজীব দে। সিপি এই ওসিকে দাঁড় করিয়ে জানতে চান, ‘আপনার এলাকায় বেআইনি নির্মাণের কোনও খবর আছে?’ উল্লেখ্য, বেনিয়াপুকুর থানার উল্টোদিকে একটি বেআইনি নির্মাণ নিয়ে দিন দশেক আগে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিসকে।
কলকাতার বড়তলা থানা এলাকায় বৃদ্ধার হাত-পা বেঁধে লুটপাটের এখনও কিনারা হয়নি। এরমধ্যে লালবাজারের কাছে খবর এসেছে, দমদমে একই কায়দায় লুটপাটের ঘটনায় ডাকাতদল কলকাতার গোপন ডেরা থেকেই দমদমে হানা দিয়েছিল। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কলকাতার সিপি। তবে বড়তলার ফুটপাতবাসী সাতমাসের শিশুকন্যা ধর্ষণের ঘটনায় নজিরবিহীনভাবে আসামীর ফাঁসির সাজা হওয়ায় তদন্তকারী অফিসার মানসী মাইতির হাতে এদিন শংসাপত্র তুলে দেন সিপি। পাশাপাশি, এই ইস্যুতে সিপি আর জি কাণ্ডের উল্লেখ না করেই বলেছেন, ‘এই মামলার রায় বিচারপ্রার্থী জনতার জন্য আমাদের জবাব।’
পাশাপাশি এদিনের ক্রাইম ক্রাইম কনফারেন্সে সিপি ভবানীপুর সহ সব থানার ওসিদের নিজের এলাকার সক্রিয় গুন্ডাদের গতিবিধি ও কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। কলকাতা শহরে এদের দাপাদাপি কোনওভাবেও বরদাস্ত করা হবে না। সামনে শিবরাত্রি, রমজান, দোল-হোলির মতো উৎসব রয়েছে। এই উৎসব চলাকালে কলকাতা শহরে আইন শৃঙ্খলার সমস্যা যাতে না হয়, সেদিকে ওসিদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।