নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ভরদুপুরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। দ্বিতীয় হুগলি সেতু থেকে স্কুটার রেখে সটান গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। খবর পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করল রিভার ট্রাফিক পুলিস। স্কুটারের ডিকিতে থাকা চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে যুবকের নাম জানতে পারে পুলিস। নাম জাভেদ আহমেদ (৩৮)। পার্ক স্ট্রিট থানা এলাকার বাসিন্দা তিনি। যুবককে উদ্ধার করে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টার ভর্তি করেছে হেস্টিংস থানার পুলিস।