নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ভুয়ো আর্মি অফিসারকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতের নাম শেখ নাজির হুসেন (৩৫)। শুক্রবার রাতে পার্ক স্ট্রিট থানার ইলিয়ট লেনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে কলকাতা পুলিস জানতে পেরেছে, নিজেকে আর্মি অফিসার বলে পরিচয় দিয়ে চাকরি প্রার্থীদের আর্মির ট্রেনিং দিত নাজির। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি চক্রে নাজিরের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে। একইসঙ্গে চক্রের বাকি সদস্যদের হদিশ পেতে চাইছে।
সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে মোটা টাকার বিনিময়ে পাক গুপ্তচর নিয়োগের একটি চক্রের পর্দা ফাঁস করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এই চক্রের সঙ্গে ধৃতের যোগ রয়েছে কি না, তা যাচাই করে দেখছে কলকাতা পুলিস। নাজিরের ইলিয়ট লেনের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিস ভারতীয় সেনাবাহিনীর উর্দি, ভুয়ো পরিচয়পত্র, নেমপ্লেট, বেল্ট, গোর্খা রেজিমেন্টের টুপি বাজেয়াপ্ত করেছে। ধৃতকে শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ৬ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।