• পুলিস পরিচয়ে রুপো ছিনতাই, গ্রেপ্তার ৩
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লেকটাউন ঘড়ি মোড়ে পুলিস পরিচয় দিয়ে তল্লাশি অভিযানের নামে সাড়ে ছ’কেজি রুপো ছিনতাই করল তিন দুষ্কৃতী। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিস। ধৃতদের নাম জিয়ারুল সর্দার, উৎপল মজুমদার, চিরঞ্জীব দাস এবং শেখ ইমতিয়াজ আলম। তাদের থেকে বিপুল রুপোর গয়না উদ্ধার হয়েছে। সূত্রের খবর, এক ব্যক্তি বড়বাজার থেকে ২১৫ নং রুটের একটি বাসে ওঠেন। সঙ্গে ছিল রুপো ভর্তি ব্যাগ। দুষ্কৃতীরা বাসযাত্রীকে আটক করে। তারা নিজেদের পুলিস পরিচয় দিয়ে মূল্যবান ধাতুকে অবৈধ বলে ব্যাগটি নিয়ে ক্লক টাওয়ারের কাছে নেমে যায় তিন অভিযুক্ত। অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)