• ঘূর্ণাবর্ত–অক্ষরেখার জেরে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: এক দুর্ভোগ কাটতে না–কাটতে ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া অফিসের সতর্কবার্তা, আজ, রবিবার কলকাতা-সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোনও কোনও জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। সোমবারেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। দক্ষিণ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, জোড়া ওয়েদার সিস্টেমের জেরেই এই আবহাওয়া বদল। উত্তর–পশ্চিম ভারতে হরিয়ানার উপর ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া আর একটি নিম্নচাপ অক্ষরেখা নাগাল্যান্ড থেকে বিস্তৃত ছত্তিসগড় পর্যন্ত। তার উপর আবার উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    এর জেরেই দক্ষিণবঙ্গে শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়াও বয়ে গিয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে কলকাতার কয়েকটি এলাকাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বাংলার সবক’টি জেলাতেই। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায়।

    দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বাকি জেলাতে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলার প্রায় সর্বত্রই। কাল, সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। সপ্তাহের বাকি দিনগুলি মূলত শুষ্ক থাকারই কথা।

    অন্য দিকে, উত্তরবঙ্গে রবিরার সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা এই চার জেলাতে কুয়াশা থাকার সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। তুষারপাতের সম্ভাবনা থাকছে সোমবার পর্যন্ত। সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শনিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়ার কারণে পুরুলিয়া, ঝাড়গ্রাম, কল্যাণী-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে নেমে যায়। আগামী দু’দিন তাপমাত্রা একটু কমের দিকেই থাকার কথা। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • Link to this news (এই সময়)