• টেন্ডারে অংশ নিলেন না ঠিকাদার, ফোনে অনুরোধ পুরসভার
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, ময়নাগুড়ি: ময়নাগুড়ি পুরভবন তৈরির টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিল না কোনও ঠিকাদারি সংস্থা। তাই ফের টেন্ডার ডাকা হয়েছে। পাশাপাশি পুরসভার পক্ষ থেকে বিভিন্ন বড় নির্মাণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধ করা হচ্ছে। ঠিকাদারদের অনীহায় মাথায় হাত পড়েছে পুরকর্তাদের।

    নতুন পুরভবন তৈরিতে ৩ কোটি ৪ লক্ষ ৫৭ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তার জন্য চলতি বছরের জানুয়ারি মাসের দু’তারিখে টেন্ডার ইস্যু করা হয়। টেন্ডারে অংশগ্রহণের শেষ তারিখ ছিল জানুয়ারি মাসের ২৭ তারিখ। কিন্তু দেখা যায়, ওই কাজের জন্য কোনও নির্মাণ সংস্থাই অংশ নেয়নি। ফলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের টেন্ডার করা হয়। এই টেন্ডারের অংশ নেওয়ার শেষ দিন ২৪ ফেব্রুয়ারি।

    পরিস্থিতি যাতে প্রথমবারের মতো না হয়, তাই এবার কিছু নির্মাণ সংস্থাকে এগিয়ে আসার আবেদন জানায় পুরসভা। এ বিষয়ে ময়নাগুড়ি পুরসভার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার দেবাশিস রায় বলেন, ‘কেন কোনও নির্মাণ সংস্থা আগ্রহ দেখাচ্ছে না সেটা বুঝে উঠতে পারছি না। এর আগে এমন নজির নেই।’ ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, ‘টেন্ডারটি হয়তো ঠিকাদার সংস্থাগুলির নজরে আসেনি। তাই ফের টেন্ডার ইস্যু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমাদের আশা, এবার নির্মাণ সংস্থাগুলি টেন্ডারে অংশগ্রহণ করবে।’

    সূত্রের খবর, ২০১৭ সালের সিডিউল অনুযায়ী কাজের টেন্ডার হওয়ায় কোনও ঠিকাদারি সংস্থা আগ্রহী হচ্ছে না। কারণ, সিমেন্ট, রড, বালি, পাথর, সব কিছুরই দাম বেড়েছে। ফলে বরাদ্দকৃত টাকায় কাজ করলে ক্ষতির আশঙ্কা করছেন ঠিকাদাররা। ঠিকাদারি সংস্থা এ এন এন্টারপ্রাইজের কর্ণধার তপন চক্রবর্তী বলেন, ‘কাজের ক্ষেত্রে পুরোনো সিডিউল মেনে অর্থ বরাদ্দ করা হয়েছে। যা বর্তমান বাজারে জিনিসের মূল্যের সঙ্গে ফারাক রয়েছে। সেই কারণেই হয়তো এই কাজ করতে অনেকে অনীহা প্রকাশ করছে। টেন্ডার প্রক্রিয়ায় কেউই অংশ নিতে চাইছে না।’ বর্তমানে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েকটি ঘরে পুরসভার কাজকর্ম চলছে। টেন্ডারে কেউ অংশ না নিলে ময়নাগুড়ি পুরভবন তৈরির বিষয়টি বিশ বাঁও জলেই পড়ে থাকবে।

  • Link to this news (এই সময়)