মেলায় বিক্রি হচ্ছিল গ্যাস বেলুন। সেই গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হলো এক তরুণীর। গুরুতর আহত আরও ৩ জন। রবিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুসকান মণ্ডল (২৪)। তিনি পরিবারের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছিল। হঠাৎ করে ফেটে যায় সিলিন্ডার। গুরুতর জখম হন বেলুন বিক্রেতা, মুসকান-সহ মোট ৪ জন। তাঁদের তড়িঘড়ি কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই তরুণীর মৃত্যু হয়েছে। বেলুন বিক্রেতার অবস্থাও আশঙ্কাজনক। মেলাতে এই বিস্ফোরণের পর আতঙ্ক এলাকাবাসীর মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক প্রত্যক্ষদর্শী জানান, মেলায় ওই সময় লোকজন অপেক্ষাকৃত কম ছিল। ১২টার দিকে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠেন প্রত্যেকেই। দৌড়ে আসেন মেলায় উপস্থিত সকলেই। মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছিলেন ওই তরুণী। আরও অনেকেই জখম হন। প্রত্যেককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সমস্ত নিয়ম মেনে ওই দোকান দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে এলাকাবাসীর তরফে। কান্নায় ভেঙে পড়েছেন তরুণীর পরিবারের সদস্যরা।