• ‘নাটের গুরু’ ওয়াসিম আক্রম? কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি ফোন কাণ্ডে গ্রেপ্তার আরও ১
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ডি-কোম্পানির নামে ফোন করে তৃণমূলের সহ-সভাপতি তথা মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সাহাদাত শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই ফোন করে হুমকি দিয়েছিল এই তৃণমূল নেতাকে, প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এই ঘটনায় রবিবার আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ওয়াসিম আক্রম। সে কালিয়াচক থানার মসিনপুরের বাসিন্দা। যে সিম ব্যবহার করে সাহাদাত কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে হুমকি দিয়েছিল, তা সরবরাহ করে এই ওয়াসিমই, তদন্তে জানতে পারে পুলিশ। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ার চক্রান্তে আগাগোড়া জড়িত ছিল সে, অনুমান তদন্তকারীদের। 

    উল্লেখ্য, গত শুক্রবার একটি হুমকি ফোন পান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সকাল সাড়ে ১০টা নাগাদ ফোনে তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয়, ২০ কোটি টাকা না দিলে তাঁকে এবং তাঁর পরিবারকে খুন করা হবে। নিজেদের ডি-কোম্পানি বলে পরিচয় দিয়ে ফোন করে হুমকিদাতা। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। 



    তদন্তে নেমে সাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সাহাদাত জমি সংক্রান্ত ব্যবসায় বিপুল লোকসানের মুখে পড়েছিল। দ্রুত টাকা রোজগারের লোভে অসৎ পথ বেছে নিয়েছিল সে। আর সেই কারণেই এই হুমকি ফোন। এই কাজে বেশ কিছুজন তাকে সাহায্য করেছিল বলে তদন্তে জানতে পেরেছিল পুলিশ। তাদের মধ্যে একজন বিহারের বাসিন্দা। 

    উল্লেখ্য, সম্প্রতি মালদার ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলার বাবলা সরকারকে গুলি করে খুন করা হয়েছিল। তারপর আরও এক তৃণমূল নেতার হুমকি ফোন পাওয়া নিয়ে শোরগোল পড়ে। ধীরে ধীরে এই মামলার জট ছাড়াচ্ছে পুলিশ। 

  • Link to this news (এই সময়)