• প্রায় ৩০০ জনের ভবিষ্যৎ তৈরি করে দিল জব ফেয়ার
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সৌমিত্র ঘোষ, লিলুয়া

    মেলায় পৌঁছেই হাতে গরম চাকরি! তাতে অভিভূত বড় সংখ্যায় তরুণ–তরুণী, যাঁরা চাকরির উপযোগী প্রশিক্ষণ নিয়েও এতদিন একটা চাকরির অপেক্ষায় বাড়িতে বসে দিন গুনছিলেন। এমনই থবি দেখা গেল শনিবার, হাওড়ার লিলুয়ায় মেগা প্লেসমেন্ট ফেয়ারে।

    এই মেলায় এ দিন প্রায় ৩০০ জনের কাজের সুযোগ তৈরি হলো। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের লিলুয়া কেন্দ্রের পক্ষ থেকে শনিবার এই প্লেসমেন্ট ফেয়ারের আয়োজন করা হয়েছিল। অন্তত ডজন খানেক নিয়োগকারী সংস্থা এ দিন জর্জ টেলিগ্রাফের নিজস্ব ছাত্রছাত্রী ছাড়াও হাওড়া ও হুগলির অসংখ্য ছাত্রছাত্রীকে এই প্লেসমেন্ট ফেয়ারে অংশ নেওয়ার সুযোগ করে দেয়। এঁদের মধ্যে এ দিনই অনেকে চাকরির অফার লেটার পেয়েছেন। অনেকে প্রাথমিক ইন্টারভিউয়ের পর সংস্থার বাছাই তালিকায় (শর্ট লিস্টেড) জায়গা করে নিয়েছেন।

    এ দিন জর্জ টেলিগ্রাফের সিইও এবং এগজ়িকিউটিভ ডিরেক্টর সঞ্জীবকুমার দাস জানিয়েছেন, তাঁদের লিলুয়ার প্রশিক্ষণকেন্দ্রে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং(ডিপ্লোমা), এসি ও রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল প্রশিক্ষণের মতো অনেকগুলি বৃত্তিনির্ভর বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ শেষে সফল প্রার্থীদের বিভিন্ন সংস্থায় নিয়োগের জন্য তাঁরা প্রতি বছরই প্লেসমেন্ট জব ফেয়ারের ব্যবস্থা করে আসছেন। সংস্থার তরফে জানানো হয়েছে, প্যান্টালুনস, এম বাজ়ারের মতো রিটেল ব্যবসায় নিযুক্ত সংস্থা থেকে শুরু করে এসবিআই লাইফ ইনশিওরেন্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের মতো আর্থিক প্রতিষ্ঠান, অটোমোবাইল ক্ষেত্রে টিভিএস মোটর, টাটা মোটর, ফিউশন সিএক্স, এস অ্যান্ড আইবির মতো তথ্যপ্রযুক্তি ও সুরক্ষা ক্ষেত্রে নিযুক্ত প্রতিষ্ঠান প্লেসমেন্ট ফেয়ারে অংশ নিয়েছে।

    এ দিন জর্জ টেলিগ্রাফ লিলুয়া কেন্দ্রে এসেছিলেন সেখানকার প্রাক্তনী সায়ন দাস। তিনি বছর খানেক আগে এ রকমই এক প্লেসমেন্ট ফেয়ারে একটি আর্থিক সংস্থায় অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট্যান্ট পদে আড়াই লক্ষ টাকার বার্ষিক বেতনে কাজ পেয়েছিলেন। তাঁকে এ দিন জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হুগলির ভদ্রেশ্বরের সুদীপ দাস ও লিলুয়ার সৌরভ জয়সওয়াল দু’জনেই টাটা মোটরসের ব্যবসায়িক অংশীদার টিসি মোটরস ও টিভিএস মোটরস— দুই সংস্থা থেকেই বিপণন বিভাগে কাজের প্রস্তাব পেয়েছেন।

    সংস্থার সিইও বলেন, ‘অনেক সময়ে চাকরির ক্ষেত্রে যোগ্য প্রার্থীর চাহিদা অনেক বেশি থাকে। শুধু আমাদের ইনস্টিটিউট থেকে প্রশিক্ষিত ছেলেমেয়েদেরই নয়, রাজ্যের অন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্নাতক অথবা উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদেরও প্লেসমেন্ট ফেয়ারে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছি।’

  • Link to this news (এই সময়)