কল্যাণী মেলায় ভয়াবহ দুর্ঘটনা, গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে মৃত্যু তরুণীর, আহত একাধিক
আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে কল্যাণীতে মেলার মধ্যে ভয়াবহ দুর্ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক তরুণীর। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতকাল ঘটনাটি ঘটেছে রাত ১২টা নাগাদ। নদিয়ার কল্যানী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃত তরুণীর নাম, মুসকান মণ্ডল (২৪)। ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলনমেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছিল। গতকাল রাতে হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। ছেলেকে ঘুম পাড়িয়ে, তার জন্যেই মেলার মাঠে বেলুন কিনতে এসেছিলেন মুসকান। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
তাঁদেরকে উদ্ধার করে তড়িঘড়ি কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৪ বছর বয়সি তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত তিনজনের মধ্যে বেলুন বিক্রেতাও রয়েছে। আহতদের কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বেশ কয়েক বছর ধরে কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায় সবুজ সংঘ একটি মেলা আয়োজন করে আসছে। গত তিনদিন ধরে চলছিল এই মেলা। গতকাল রাতেই মেলা শেষ হয়ে যাওয়ার কথা। হঠাৎ প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়। হুড়োহুড়ি পড়ে যায় সেই মুহূর্তে। তৎক্ষণাৎ ছুটে আসে কল্যাণী থানার পুলিশ। এরপর মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।