• মার্চ মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল নতুন মাসে ছুটির তালিকা
    আজ তক | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • Bank Holiday in March 2025: যদিও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইদের দিন অর্থাৎ ৩১ মার্চ ব্যাঙ্ক  ক্লোজিং থাকার কারণে ছুটি বাতিল করেছে, তবুও আপনার মার্চ মাসে ব্যাঙ্ক  সম্পর্কিত কাজের পরিকল্পনা এখন থেকেই শুরু করা উচিত। এর কারণও আছে। মার্চ মাসে ১৩ দিন ব্যাঙ্ক  বন্ধ থাকবে। মার্চ মাসে উৎসবের অভাব নেই। এই মাসে দোল ও হোলির মতো বড় উৎসবও আছে। এছাড়া  বিহার দিবস, শবে কদর, জামাআতুল বিদা- এর মতো অনেক উপলক্ষ আছে যখন দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক  বন্ধ থাকবে। এছাড়াও, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক  বন্ধ থাকবে। এবারও ৫টি রবিবার আছে। এমন পরিস্থিতিতে, যদি ব্যাঙ্ক  ক্লোজিং-এর  তারিখের আগে আপনাকে ব্যাঙ্ক  সম্পর্কিত কোনও কাজ সম্পন্ন করতে হয়, তাহলে এখন থেকেই পরিকল্পনা শুরু করুন। চলুন জেনে নেওয়া য়াক কোন রাজ্যে কোন তারিখে ব্যাঙ্ক  ছুটি থাকবে।

    মার্চ মাসে ব্যাংক ছুটির তালিকা

    আরবিআই ছুটির ক্যালেন্ডারে এখনও ৩১ শে মার্চ অর্থাৎ ইদের ছুটির কথা উল্লেখ আছে, কিন্তু প্রায় এক সপ্তাহ আগে, আরবিআই একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে ৩১ শে মার্চ ব্যাঙ্ক ক্লোডিং ডে। এমন পরিস্থিতিতে ব্যাঙ্কগুলিতে কোনও ছুটি থাকবে না। দেশের সকল ব্যাঙ্ক খোলা থাকবে। তবে ইদের দিন মিজোরাম এবং হিমাচল প্রদেশ ছাড়া বাকি সব রাজ্যেই ব্যাঙ্ক বন্ধ থাকে।
  • Link to this news (আজ তক)