আজ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি, সোমবার থেকে কেমন থাকবে আবহাওয়া?
আজ তক | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
জোড়া ঘূর্ণাবর্তের জেরে বদলে গেছে বাংলার আবহাওয়া। আর তারফলেই বসন্তে বৃষ্টি হচ্ছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ রবিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এদিকে সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
আজ রাজ্য জুড়ে বৃষ্টি হবে
রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সোমবারের আবহাওয়া
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে। সপ্তাহের প্রথম কর্মদিবসে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এদিন আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ, কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২.৭ ডিগ্রি বেশি।