• দিনভর মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কতটা?
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় আজ দিনভর মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। আংশিক ভাবে শহরের বিভিন্ন প্রান্তে রোদের দেখা মিললেও তা খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ রবিবার কলকাতায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে দোসর হবে বজ্রপাতও।


    হাওয়া অফিসের দেওয়া আপডেট অনুযায়ী, কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০০০.১ মিমি।


    জেলার নিরিখে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি হালকা বজ্রপাত ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)