নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেস্ট চলাকালীন শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার রাতে উত্তাল হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর জেরে মাঝপথে অনুষ্ঠান বন্ধও হয়ে যায়। গান থামিয়ে নেমে যেতে বাধ্য হন সঙ্গীতশিল্পী পটা। শনিবার দু’পক্ষই জোড়াসাঁকো থানায় অভিযোগ করেছে। অন্যতম অভিযুক্ত, প্রাক্তনী তথা ছাত্র সংগঠন আইসি’র নেতা অহন কর্মকারের বিরুদ্ধে এক ছাত্রীকে ধাক্কা মারা তথা শ্লীলতাহানির অভিযোগ তুলেছে এসএফআই। অন্যদিকে, অহনের দাবি, প্রাক্তনী হিসেবে অনুষ্ঠান দেখতে গিয়ে তিনি এসএফআইয়ের আক্রমণের শিকার হয়েছেন। স্টেজের পিছনে নিয়ে তাঁকে ফেলে মারা হয়। তাঁর সঙ্গে থাকা প্রাক্তন ছাত্রীদের শ্লীলতাহানি করে বর্তমান ছাত্ররা। যদিও এসএফআই নেতা বিতান ইসলাম বলেন, ‘ওদের বিরুদ্ধে নির্দিষ্ট নাম দিয়ে অভিযোগ হয়েছে। আর আমাদের সবার বিরুদ্ধে অভিযোগ করেছে ওরা। এর ফলেই বোঝা যায় ওদের অভিযোগে সারবত্তা নেই।’ ওয়াকিবহাল মহলের বক্তব্য, রাজনৈতিক কারণেই কিছু বিষয়কে বড় করে দেখানো হচ্ছে। ছাত্র নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই হয়ত অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে দু’পক্ষই।