• কল্যাণীতে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু
    প্রতিদিন | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা কল্যাণীতে। মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু যুবতীর। আহত আরও তিন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মুসকান মণ্ডল। বয়স ২২ বছর। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে গুরুত্বর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত হয়েছেন গ্যাস বেলুন বিক্রেতা বছর বত্রিশের শরিফুল মণ্ডল ও তাঁর ভাই রফিকুল মণ্ডল-সহ আরও এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি শরিফুল। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমসে চিকিৎসাধীন রফিকুল। আরও এক আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতা পিজি হাসপাতালে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছায় মিলন মেলায় চলছে। সেখানে পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। মেলায় এসেছিলেন গ্যাস বেলুন বিক্রেতা শরিফুলও। পুলিশের পাহাড়া ছিল এলাকায়। শনিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বেলুন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সেই সময় মূলত দোকানদারাই ছিলেন। রাত গভীর হওয়ায় সাধারণ মানুষ বেশি ছিলেন না। আচমকা বিকট শব্দ শুনে ছুটে যান সবাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই মেলা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
  • Link to this news (প্রতিদিন)