• মাল্টিপ্লেক্সে আজ সিনেমা নয়, ভারত-পাক, রাজ্যজুড়ে চলবে ক্রিকেট-শো
    প্রতিদিন | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • দুলাল দে: শনিবার ভর দুপুর। সাউথ সিটি আইনক্সের টিকিট কাউন্টারে দু’জন যুবক জিজ্ঞসা করলেন, ‘দুটো ভারত-পাকিস্তান হবে?” সিনেমা দেখতে যাওয়া এক দম্পতি প্রশ্ন শুনে কিছুট থমকে গেলেন। টিকিট কাউন্টারের ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, “এটা কোন সিনেমা?”রবিরার দুপুরে মাল্টিপ্লেক্সে দর্শকরা ভালবেসে সিনেমা দেখবে না ক্রিকেট? ঠিক হয়েছে, রবিবার ছুটির দুপুরে সারা বাংলা জুড়ে পিভিআর-আইনক্সে লাইভ স্ট্রিমিং হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। আর তারজন্যই অগ্রিম টিকিট বুকিং।

    পিভিআর-আইনক্সে এই প্রথম ক্রিকেট ম্যাচ দেখানো হচ্ছে, এরকমটা নয়। এর আগে টি-২০ বিশ্বকাপের ম্যাচও সরাসরি দেখানো হয়েছিল। সেই সময় অবশ্য যে কোনও সিনেমার টিকিটের থেকে টি-২০ ক্রিকেট ম্যাচের টিকিটের চাহিদা ছিল বেশি। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পিভিআর-আইনক্সে টিকিটের চাহিদা আছে। কিন্তু হাউসফুল হয়ে যাবে, এরকমটা এখনই বলা যাচ্ছে না। মাল্টিপ্লেক্সের এক কর্তা বললেন, “আসলে টি-২০ বিশ্বকাপের সময় টিকিটের চাহিদা বেশি থাকার কারণ, মাত্র ২০ ওভারের ম্যাচ চার ঘণ্টা মাল্টিপ্লেক্সে বসে পপকর্ন খেতে গেতে আরাম করে দেখা যায়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ ঘণ্টা ধরে মাল্টিপ্লেক্সে বসে ম্যাচ দেখার থেকে, অনেকে ঘরে শুয়ে-বসে দেখতে পছন্দ করেন। যে কারণে, রবিবার টিকিটের চাহিদা টি-২০ বিশ্বকাপের থেকে কম।”

    মাল্টিপ্লেক্সে কোথাও টিকিটের দাম ৩০০, কোথাও ৩৫০, কোথাও ২৫০। সাউথ সিটিতে অবশ্য ৫০০ টাকা। সাউথ সিটি-সহ শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভারত-পাকিস্তান ম্যাচে হবে ইংরাজিতে ধারাবিবরণী। শহরের একটু বাইরের মাল্টিপ্লেক্সগুলিতে হিন্দি ধারাবিবরণী। এই টিকিটের সঙ্গে অবশ্য কোনও খাবার থাকছে না। সিনেমা দেখতে গিয়ে যেরকম বিরতিতে বাইরে বেরিয়ে খাবার কিনতে হয়, রবিবার ৯ ঘণ্টার ভারত-পাকিস্তান ম্যাচেও সেরকমই ব্যবস্থা থাকছে। সারা বাংলা জুড়ে যত পিভিআর আইনক্স রয়েছে, সব জায়গায় একটি করে হলে ১.৩০ থেকে ভারত-পাকিস্তান ম্যাচের শো রয়েছে। ফলে অনেকে মনে করছেন, রবিবার সিনেমার জন্য মাল্টিপ্লেক্সের ব্যবসা মার খেতে পারে। কারণ, সিনেমার অনেক দর্শকই রবিবার দুপুরে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমার বদলে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বুক করবেন।

    মাল্টিপ্লেক্সের এক কর্তার মতে, অনেকেই বড় পর্দায় ভারত-পাকিস্তান দ্বৈরথের উত্তেজনা অনুভব করতে চায়। কারণ, মাল্টিপ্লেক্সের সাউন্ড সিস্টেমে ভারত-পাকিস্তান ম্যাচের যে আবহ তৈরি হবে, সেই মজা বাড়িতে টিভির ছোট পর্দায় পাওয়া যাবে না। সেই কারণেই অনেকে মাল্টিপ্লেক্সে বসে ম্যাচ দেখতে চান। আর সেটা যদি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়, তাহলে সব দিক থেকেই অন্য মাত্রা তৈরি হয়। সব মিলিয়ে রবিবার দুপুর দেড়টা থেকে কিন্তু মাল্টিপ্লেক্সগুলিতে শুধুই সিনেমাপ্রেমী নন, ক্রিকেটপ্রেমীরাও ভিড় জমাবেন।
  • Link to this news (প্রতিদিন)