• সপ্তাহান্তেও পিছু ছাড়বে না বৃষ্টি, দোসর ঝোড়ো হাওয়া ও বজ্রপাত, ৩ জেলায় দুর্যোগের আশঙ্কা
    প্রতিদিন | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিরুফা খাতুন: সপ্তাহান্তেও পিছু ছাড়বে না বৃষ্টি। আজ, রবিবারও আজ কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ১১ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে তিন জেলায় দুর্যোগের সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির ফলে আগামী দু-তিনদিনে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।

    আজ দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০- ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। তিন জেলাতেই বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার হবে আকাশ। কলকাতায় আগামিকাল থেকেই বৃষ্টি কমবে। ঝড়বৃষ্টির জেরে আগামী দু-তিনদিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও বৃষ্টি চলবে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গে আর সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলবে সোমবার পর্যন্ত। সোমবার পর্যন্ত দার্জিলিঙে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।
  • Link to this news (প্রতিদিন)