সোমে মমতা-চিকিৎসক মুখোমুখি, সভায় থাকবেন অভয়া মঞ্চের সিংহভাগ সদস্য
প্রতিদিন | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
স্টাফ রিপোর্টার: চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর মুখোমুখি আলোচনা সোমবার। সূত্রের খবর, উপস্থিত থাকবেন ‘অভয়া মঞ্চ’, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সিংহভাগ সদস্য। গত বছরের আগস্টে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর তৈরি হয়েছিল অভয়া মঞ্চ। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ‘ডক্টরস কনভেনশনে’ থাকার কথা সেই মঞ্চের অনেকের।
অভয়া মঞ্চের হাতেগোনা কয়েকজন সিদ্ধান্তহীনতায় ভুগলেও সিংহভাগ চিকিৎসক শনিবার জানিয়ে দিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির থাকতে চান। চিকিৎসকদের বক্তব্য, “এটা সরকারি অনুষ্ঠান। উনি আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, অবশ্যই উপস্থিত থাকব।” মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই কনভেনশনের উদ্যোক্তা রাজ্য সরকারের স্বাস্থ্য গ্রিভান্স সেল। তিন হাজারের বেশি সরকারি-বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসক ও পড়ুয়ারা থাকবেন সেখানে। রাজ্যে এমন স্বাস্থ্য কনভেনশন নজিরবিহীন।
এদিকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এনআরএস মেডিক্যাল কলেজে চালু বসেছে কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র। এতদিন ডাক্তারদের হাসপাতালে হাজিরা খাতায় সই করলেই হত। নয়া মেশিনে ডাক্তাররা কিউআর কোড যুক্ত সচিত্র পরিচয়পত্র ধরলে স্ক্যান হয়ে যাবে। মেশিন মিলিয়ে দেখবে চোখের মণি।
উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতির কারণে মৃত্যু হয় এক প্রসূতির। তারপরেই কড়াকড়ি শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। যাঁরা নিজেকে নন-প্র্যাকটিসিং দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে তাঁদের বিরুদ্ধেও। এসবের মাঝে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের চিকিৎসকদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সোমবার বিকেলে ধনধান্যে অডিটোরিয়ামের সেই আলোচনা সভায় নজর থাকবে সকলের।