• প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় শ্বশুরের হয়ে ‘সওয়াল’ করতে বন্দুক বার করলেন জামাই, বারুইপুরে শোরগোল
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ড্রেন কাটা নিয়ে প্রতিবেশীদের ঝামেলা। আর সেই ঝগড়ার মুহূর্তে বন্দুক উজিয়ে হুমকি। এই ঘটনায় রবিবার তীব্র শোরগোল পড়ল বারুইপুরে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

    রবিবার সকাল ৯টা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষগ্রামের পাঁচঘড়ার বাসিন্দা মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরি করার কাজ চলছিল। কিন্তু সেই কাজে বাধা দেন তাঁর প্রতিবেশী ওয়াসি ঘরামি। দুই প্রতিবেশীর ঝগড়া চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে আসেন 

    স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজি। দু’পক্ষর সঙ্গেই কথা বলেন তিনি এবং তাঁদের মধ্যে মিটমাট করার চেষ্টাও করেন। আয়ুবের হস্তক্ষেপে সাময়িক ভাবে অশান্তি থেমে যায়।

    অভিযোগ, কিছুক্ষণ পরে ওয়াসির জামাই আতিউর রহমান একটি বড় বন্দুক নিয়ে মিন্টুর বাড়িতে চড়াও হন এবং তাঁকে প্রাণে মারার হুমকি দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মিন্টু ও তাঁর পরিবারের সদস্যদের চিৎকার শুনে সেখানে জড়ো হন স্থানীয়রাও। অভিযোগ, সেই সময়ে বন্দুক নিয়ে লুকিয়ে পড়েন আতিকুর। 

    এলাকাবাসী ওয়াসির বাড়ি ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। ঘটনাস্থলে গিয়ে ওই বন্দুক উদ্ধার করে পুলিশ। আটক করা হয় আতিকুরকে। জানা গিয়েছে, আতিকুর প্রাক্তন সেনাকর্মী। ওই বন্দুক রাখার জন্য তাঁর কাছে আইনি কাগজপত্রও রয়েছে বলে দাবি করেন তিনি। পুলিশ জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। আতকুরের কাছে থাকা বন্দুক সংক্রান্ত কাগজ বৈধ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। রীতিমতো থমথমে পরিবেশ। 

  • Link to this news (এই সময়)