• দেউলটির কাছে অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আন্ডারপাসের দাবিতে হাওড়ায় দেউলটির নাচক এলাকায় অবরোধ করলেন স্থানীয়রা। রবিবার সকাল সাড়ে নটা থেকে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে অবরোধ। পরে রেল পুলিশ এবং আরপিএফ অবরোধ তুলে দেয়। যদিও এই বিক্ষোভের জন্য দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ বিঘ্নিত ছিল ট্রেন চলাচল। 

    কী কারণে অবরোধ?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেউলটি এবং কোলাঘাট স্টেশনের মাঝে নাচক এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য একটি রাস্তা রয়েছে। অনেকেই সেই রাস্তা ধরে রেল লাইন টপকে যাতায়াত করেন। অতীতে এই কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ওই রাস্তাটি বন্ধ করার জন্য বাঁশের বেড়াও দিয়ে দেওয়া হয় রেলের তরফে। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছিল।

    তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই সেখানে তাঁরা একটি আন্ডারপাসের দাবি করে এসেছেন। কিন্তু সেই দাবি মেনে রেলের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি। এই বেড়া দেওয়া হলে সাধারণ মানুষকে দেউলটি হয়ে বেশ কিছুটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। এর ফলে নাকচ, জলপাই এবং ওড়ফুলি এলাকার বহু বাসিন্দাকেই সমস্যার মুখে পড়তে হয় বলে অভিযোগ। রবিবার বাঁশের বদলে লোহার বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করার কাজ করছিল রেল কর্তৃপক্ষ। সেই সময়েই এর প্রতিবাদে অবরোধ করেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল রেল চলাচল। ভোগান্তিতে পড়তে হয় বহু যাত্রীকে। পরে অবশ্য খবর পেয়ে সেখানে যায় রেল পুলিশ এবং আরপিএফ। তারাই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে স্বাভাবিক হয় পরিষেবা। 

  • Link to this news (এই সময়)