• মাধ্যমিক শেষে বই, জামা ছিঁড়ে উল্লাস
    আনন্দবাজার | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • শুধু এই তিনটি ঘটনা নয়, পূর্ব বর্ধমানের ভাতার বা নদিয়ার তেহট্টের রাস্তা, পূর্ব মেদিনীপুরের এগরা, পটাশপুর, ভগবানপুরের একাধিক স্কুলের সামনে, আলিপুরদুয়ারের রাস্তায় এমন ছেঁড়া বই-খাতার টুকরো পড়ে থাকতে দেখা গিয়েছে। বাসিন্দাদের একাংশ জানান, বৃহস্পতিবার মাধ্যমিকের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষের পরে, এ ভাবেই অনেক ছাত্রছাত্রী উল্লাস করেছে। যা দেখে, পরীক্ষা শেষ হওয়া উদ্‌যাপনে এ পন্থা কেন, সেই প্রশ্ন তুলছেন অনেকে।

    মুর্শিদাবাদের কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলি বলেন, ‘‘পরীক্ষা ভাল হলে ওরা ডিজে-বক্স বাজায়। খারাপ হলে স্কুলের ফ্যান ভাঙে। শিক্ষক হিসাবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মনে হচ্ছে, এ আমাদের ব্যর্থতা। পরিবারের লোকেদেরও নজরদারি নেই!’’ পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত মনে করছেন, এখন পড়ুয়াদের অনেকে মোবাইলে বেশি আসক্ত। বই নিয়ে আবেগের জায়গা নষ্ট হয়ে গিয়েছে তাদের কাছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শম্ভু মান্নার মতে, ‘‘অনেক উঁচু ক্লাস পর্যন্ত পরীক্ষায় পাশ-ফেল না থাকায়, পড়াশোনার গুরুত্ব হয়তো নেই অনেকের কাছে।’’ বর্ধমান মেডিক্যাল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমিতাভ দাঁ-ও বলেন, ‘‘ছাত্রছাত্রীদের একাংশের বইখাতার সঙ্গে ভালবাসার যোগ এখন নেই। সমাজমাধ্যমেরও কিছু খারাপ প্রভাব পড়ছে।’’

    ঘটনা জেনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘বই ছেঁড়া খুবই দুর্ভাগ্যজনক। কোনও ভাবেই কাম্য নয়।’’

  • Link to this news (আনন্দবাজার)