বেআইনি নির্মাণ আটকাতে গিয়ে মার খাওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। তমলুকের ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান নির্মাণ হচ্ছিল। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যানের নির্দেশে অবৈধ নির্মাণ আটকাতে গেলে তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা ও তাঁর ছেলেকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত হিসাবে মহাদেব মণ্ডল নামে একজনের নাম উঠে এসেছে। তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
কাউন্সিলরের ছেলে অর্ঘ্যদীপ সাঁতরার দাবি, পুরসভার জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছিল। তা আটকাতে কাউন্সিলরকে নির্দেশ দেন চেয়ারম্যান। বাবার সঙ্গে তিনিও গিয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করতে বলেন কাউন্সিলর। আর তাতেই মহাদেব মণ্ডল ও তাঁর পরিবারের লোকেরা কাউন্সিলরের গায়ে হাত তোলেন বলে অভিযোগ কাউন্সিলর-পুত্রের। বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন।
কাউন্সিলর অলোক সাঁতরা বলেন, ‘মহাদেব মণ্ডল ওখানে দোকান তৈরি করছে। আমি না করায় আমাকে মারতে শুরু করল। ছেলে এগিয়ে গেলে ওকেও মারে।’ পাল্টা সংবাদমাধ্যমে মহাদেব মণ্ডল দাবি করেন, কাউন্সিলরের ছেলেই প্রথমে হইচই শুরু করেন। কাউন্সিলরও তেড়ে আসেন। এ বিষয়ে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় জানান, পুলিশ সবটা খতিয়ে দেখছে।