গরমের ছুটিতে ডুয়ার্স যাচ্ছেন? সাফারি নিয়ে চিন্তা রয়েছে? দোলের ছুটির আগেই খুশির খবর দিল বন দপ্তর। প্রায় একমাস বন্ধ থাকার পর অবশেষে গোরুমারার হাতি সাফারি চালু করা হলো। সুখবরের এখানেই শেষ নয়। সাফারির জন্য খরচ কমবে পর্যটকদের। জেনে নেওয়া যাক বিস্তারিত।
কয়েক বছর আগে জলদাপাড়া থেকে ‘জেনি’ ও ‘মাধুরী’ নামে দুটি হাতিকে নিয়ে আসা হয়েছিল গোরুমারার ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। সাফারির জন্য এই দু’টি হাতিকে ব্যবহার করা হতো। বন দপ্তর শেষ একমাস হাতি সাফারি বন্ধ রেখেছিল। শনিবার থেকে সেই হাতি সাফারি চালু করে দেওয়া হচ্ছে। ‘জেনি’ ও ‘মাধুরী’র পিঠে চেপে জঙ্গল দর্শন করতে পারবেন পর্যটকরা।
জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোরুমারা ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের সমস্ত ওয়াচ টাওয়ার এমনকি চাপরামারি অভয়ারণ্যেও এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গোরুমারা ও চাপরামারির ছ'টি ওয়াচ টাওয়ারে আগে যেখানে ২০০ টাকা করে এন্ট্রি ফি নেওয়া হতো, সেখানে এখন আর কোনও ফি নেওয়া হবে না। হাতি সাফারির জন্য কোনও এন্ট্রি ফি লাগবে না।
তবে হাতি সাফারির জন্য মাথাপিছু ১৪০০ টাকা করে নেওয়া হতো। সেই চার্জও কমিয়ে দেওয়া হচ্ছে। ১৪০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা করে দিতে হবে। তবে এখনই অনলাইনে হাতি সাফারির টিকিট পাবেন না পর্যটকরা। কিছুদিনের মধ্যে অনলাইনে বুকিং চালু করা হবে। আপাতত সকালে দু’বার এবং বিকেলে একবার হাতিতে চেপে গোরুমারার জঙ্গলে বেড়ানোর সুযোগ পাবেন পর্যটকেরা।
তথ্য সহায়তা: অর্ঘ্য বিশ্বাস