• ব্যাগ খুলতেই থোক থোক ডলার, হাওড়া স্টেশনে শোরগোল
    এই সময় | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, যার মূল্য ভারতীয় টাকায় প্রায় ২ কোটি ৬১ লক্ষ। আরপিএফ সূত্রে খবর, শনিবার (২২ ফেব্রুয়ারি) আরপিএফ-এর ক্রাইম ইন্টেলিজেন্সি উইং গোপন সূত্রে খবর পায়, ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে এক যাত্রীর কাছে বিপুল পরিমাণ বিদেশি টাকা রয়েছে। সেই খবর অনুযায়ী, শনিবার সকালে হাওড়া স্টেশনে নজরদারি বাড়ানো হয়। 

    ওই ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার পরে কালো জ্যাকেট পরা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় আরপিএফ-এর। তাঁকে আটক করে চালানো হয় তল্লাশি। তাঁর ব্যাকপ্যাক এবং প্যান্টের পকেট থেকে ২ লক্ষ ৮৯ হাজার ইউ এস ডলার, ৫২৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার দাম ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা।

    প্রাথমিকভাবে জানা যায়, ওই যাত্রী উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ট্রেনে চড়েন। তাঁর নাম হেমন্ত কুমার পাণ্ডে। ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা তিনি কোথা থেকে পেয়েছেন? তা কোথায় নিয়ে যাচ্ছিলেন? এই সমস্ত প্রশ্নের কোনও উত্তর দেননি হেমন্ত। এরপরেই তা বাজেয়াপ্ত করে আরপিএফ। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই বিদেশি মু্দ্রা তিনি গোরক্ষপুরের এক ফরেন এক্সচেঞ্জ অপারেটরের থেকে নিয়ে কলকাতার পার্ক স্ট্রিটে যাচ্ছিলেন। ওই ব্যক্তিকে আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। 

    ওই ব্যক্তি এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন? ঘটনার সঙ্গে কি বড় কোনও চক্র জড়িত রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। 

  • Link to this news (এই সময়)