মাঝ রাতে স্কুলের দরজা ভেঙে চুরি করতে ঢুকে ধরা পড়ল ঘণ্টা চোর! শনিবার গভীর রাতে পাথরপ্রতিমা থানা এলাকায় এই ঘটনা ঘটে। দেবীচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও দেবীচক জুনিয়র হাইস্কুল, একই চত্বরে স্কুল দু’টি। স্কুলের প্রধান শিক্ষক জানান, শনিবার রাত তখন প্রায় ২টো। তাঁর বাড়ির সামনে কারা যেন চোর, চোর বলে চিৎকার করতে থাকে। বেরিয়ে দেখেন এক যুবক ধরা পড়েছে। তার ব্যাগ থেকে দু’টি ঘণ্টা পাওয়া গিয়েছে। একটি দেবীচক স্কুলের। একই সঙ্গে জানা যায়, এলাকার যোগীন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েও হানা দিয়েছিল এই চোর। সেখান থেকে ঘণ্টা চুরি করে। একই রাতে তিন তিনটি স্কুলে চুরির ঘটনায় মাঝরাতে শোরগোল পড়ে যায় এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রামপঞ্চায়েতের মধ্যে পড়ে দেবীচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দেবীচক জুনিয়র হাইস্কুল, যোগীন্দ্রপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। শনিবার রাতে রঞ্জন বেরা নামে স্থানীয় এক যুবক ওই দেবীচক স্কুলের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। নাটকের রিহার্সাল সেরে ফিরছিলেন তিনি।
রঞ্জন বলেন, ‘বাড়ি ফেরার সময় দেখি দেবীচক স্কুলে লাইট জ্বলছে। তা দেখে সন্দেহ হয় আমার। জানলায় উঁকি দিতেই দেখি একজন আলমারি ভাঙছে। আমি কোনও কথা বলিনি। চেনা একজনকে ফোন করে সবটা জানাই। সে আসার আগেই চোর বেরিয়ে যাচ্ছে দেখে, পিছু নিই। কিছুটা দূরে গিয়ে চেপে ধরে চিৎকার চেঁচামেচি করি। এর পরই গ্রামের লোকজন এসে পুলিশের হাতে তুলে দেয়। ওর কাছ থেকে একটা ব্যাগ, ঘণ্টা পাই। দেবীচক স্কুল লেখাও ছিল তাতে। পরে আরও একটি ঘণ্টা বেরিয়ে আসে ওর ব্যাগ থেকে।’
দেবীচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস বেরা জানান, রাত তখন প্রায় ২টো। হঠাৎ বাড়ির সামনে চোর চোর চিৎকার শোনেন। বেরিয়ে দেখেন, স্কুলের ঘণ্টা চোরের ব্যাগে। এর পর ভোরের দিকে গ্রামবাসী ও কমিটির লোকজন স্কুলে যান। দেখেন, গ্রিল ভেঙে চোর ঢুকেছে। প্রিন্টার ভেঙেছে, স্কুলের ঘণ্টা উধাও। প্রধান শিক্ষক জানান, মিড ডে মিলের ৮ থেকে ১০ হাজার টাকা ছিল, তাও উধাও। ঘটনার তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।