• তালিকায় হাজার হাজার ‘ভূতুড়ে ভোটার’! ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি স্ক্রুটনি চম্পাহাটিতে ...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক তরজার কেন্দ্রে চম্পাহাটি। সমস্যা সমাধানে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটনির সিদ্ধান্ত। চম্পাহাটির গ্রাম পঞ্চায়েতের  ভুতুড়ে ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনীতি তরজা। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত পিয়ালী ৪১ নম্বর বুথ ও চম্পাহাটি ২৬ নম্বর বুথ, লোকসভা ভোটের পর ২০২৫-এর ভোটার তালিকায় দেখা মিলেছে ৪৫০০ ‘ভুতুড়ে ভোটার’-এর। তারপরেই ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি নতুন করে স্ক্রুটিং শুরু করেছে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের  উপপ্রধান মিতালী গাইন মন্ডল। 

    ঠিক কী ঘটেছে? বারুইপুরের পূর্ব বিধানসভা  চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ভোটার  তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভূতুড়ে কাণ্ড। সূত্রের খবর, গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার থেকে ১৯ হাজার। চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়। ৬ থেকে ৭মাসের মধ্যে  ভোটার বেড়ে হয়ে গিয়েছে ২২ হাজার ৪০০। কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার, কোনও বুথে বেড়েছে ৩০০  ভোটার, আবার কোনো বুথে বেড়ে গেছে ১৫০। কারও বয়স উল্লেখ রয়েছে ৬০, কারও ৬৬।  ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাদেরই একজনকে ফোন করলে জানা যায়, তাঁর নাম রাজু  শেখ, বাড়ি ইংলিশ বাজার। কোথায় চম্পাহাটি, কোথায় মালদা!

    গ্রামবাসীরা জানান, আচমকা তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে আতারাতি, এদের কোনও অস্তিত্ব নেই। তাঁদের চেনেনও না কেউ। তেমনটাই খবর স্থানীয় সূত্রে।

    ২৬ নম্বর বুথের সদস্য উপপ্রধান মিতালী গায়েন মণ্ডল  বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটারদের নাম খোঁজার চেষ্টা করছেন। চম্পাহাটি বিজেপির জেলা অফিসের সেক্রেটারি শ্যামল মজুমদার আবার অভিযোগের আঙুল তুলছেন শাসক দলের দিকে। অন্যদিকে শাসক দলের নিশানায় গেরুয়া শিবির। আশঙ্কা, কমিশন এবং বিজেপির আঁতাতের।
  • Link to this news (আজকাল)