• বিহারের ডবল ইঞ্জিন সরকার চূড়ান্ত ব্যর্থ, ফের সরব শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি ...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: বিহারে ডবল ইঞ্জিন সরকার। অথচ ওখানে মেয়েদের কোনও নিরাপত্তা নেই। সম্প্রতি এক বিদেশি নাবালিকা মেয়ের ধর্ষণের ঘটনায় পাটনা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী বিহার পুকিশকে তীব্র কটাক্ষ করেছেন। রবিবার এভাবেই ডবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। 

    এদিন তিনি বলেছেন, 'পাটনা হাইকোর্ট বলেছে বিহার পুলিশের তদন্ত গোটা ভারতবর্ষের কাছে যথেষ্টই লজ্জাজনক। বিদেশি যাঁরা এদেশে আসেন, তাঁদের রক্ষা করা, নিরাপত্তা দেওয়া এটা দেশের সরকারের কাজ। একটা নাবালিকা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হল, তারপর পুলিশ যেভাবে তদন্ত করল, এটা সত্যি ভারতবর্ষের কাছে লজ্জার। ডবল ইঞ্জিন সরকার বিহারে। অথচ মেয়েদের কোনও নিরাপত্তা নেই। তাহলে বিদেশিরা আসবেন কেন? আমি যখন স্পেনে গিয়েছিলাম, সেখানে মহিলা সাংসদরা আমাকে বলেছিলেন, ভারতবর্ষে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন। আমি বলেছিলাম, না এটা ঠিক নয়। বিদেশে গিয়ে তো দেশের নামে বদনাম করতে পারি না।' 

    নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে কল্যাণ ব্যানার্জির প্রশ্ন, 'বিদেশি মেয়েরা আসছেন রাজ্যে। এদিকে মাত্র ১৪ বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে। সেখানে পাটনা হাইকোর্ট বলছে, বিহার পুলিশ কোনও পদক্ষেপ করে না। এটা দেশের পক্ষে খুব লজ্জার। এই লজ্জা রাখব কোথায়? কুম্ভমেলার যে আয়োজন করা হয়েছে, তা যথেষ্ট নয়। শুধু মেলা প্রাঙ্গণ নয়, আশেপাশের এলাকায় কোনও গাড়ি চলছে না। সেখানে ব্যবস্থা কোথায়? মানুষের মৃত্যু ঘটেছে। এটা নিয়ে আমরা সংসদে প্রশ্ন তুলেছি। এটার একটা নিরপেক্ষ বিচার দরকার।' 

    তৃণমূল সাংসদের আরও বক্তব্য, ' দূষিত জল নিয়ে কেন সরকার পদক্ষেপ নিচ্ছে না? চূড়ান্ত অব্যবস্থার জন্য এত মৃত্যু, রেলমন্ত্রীর অযোগ্যতা! উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অযোগ্যতা! জলেদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কী করছে? সরকার কী করছে? পশ্চিমবঙ্গে কিছু হলে তো কমিশন ঢুকে যায়। মহিলা কমিশন, শিশু কমিশন, হিউম্যান রাইট কমিশন। কেন উত্তরপ্রদেশের ক্ষেত্রে এরা কিছু করবে না? অনেক ঘটনার সুয়োমোটো পদক্ষেপ হয়। সেখানেও দেখা যাচ্ছে কোনও পদক্ষেপ নেই। আসলে ডবল ইঞ্জিন সরকারের যখন কোনও ব্যর্থতা থাকে, সবাই ভয় পান কোনও পদক্ষেপ করতে।' 
  • Link to this news (আজকাল)