• দেউলটিতে রেল অবরোধ, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দেউলটিতে রেল অবরোধ। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়েছে দূরপাল্লার ট্রেন। রবিবার বেলা থেকে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। চরম ভোগান্তিতে যাত্রীরা।

    স্থানীয়দের অভিযোগ, দেউলটি তামুলতলা এলাকায় লোহার গার্ডওয়াল লাগিয়ে দিয়েছে রেল। এর ফলে ওই রাস্তা দিয়ে চার থেকে পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ সমস্যায় পড়েছেন। স্থানীয়দের দাবি, স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী, সবজি ও ফুল নিয়ে কৃষকরা ওই পথ দিয়ে নিত্যদিন যাতায়াত করেন। রেল কোনওকিছু না জানিয়ে লোহার গার্ডওয়াল লাগিয়ে দিয়েছে। গ্রামবাসীরা বহুবার আন্ডারপাস করার কথা বললেও তা শোনেনি। উল্টে বন্ধ করে দিয়েছে পথ। তার জেরে বেলা ১১টা থেকে চলছে অবরোধ। 

    ইতিমধ্যে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন, যাতে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে অবরোধের জেরে খড়গপুর শাখার আপ ও ডাউন লাইনে রেল পরিষেবা বন্ধ। বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে।

    রেল সূত্রে জানা গেছে, দেউলটি ও কোলাঘাট স্টেশনের আগে রূপনারায়ণ নদের পূর্ব দিকে নাচোগ্রামের কাছে রেলওয়ে ক্রসিং রয়েছে। ওখানে সতর্কতামূলক লোহার গার্ড লাগানো হয়েছে। এর আগে বাউড়িয়া স্টেশনের কাছে বাইক দুর্ঘটনার পর থেকে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এখানেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লোহার বেড়া বসানোর। এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা চলছে।
  • Link to this news (আজকাল)