• হাওড়া স্টেশনে উদ্ধার ৩ কোটি টাকার বিদেশি মুদ্রা!
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়া রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন ব্যক্তির ব্যক্তির ব্যাগ থেকে কয়েক কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে রেল পুলিশ। হেমন্ত কুমার পান্ডে নামক ওই ব্যক্তিকেও আটক করেছে রেল পুলিশ।

    রেল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির কাছ থেকে মার্কিন ডলার, সৌদি কারেন্সি ও সিঙ্গাপুরের ডলার উদ্ধার। পটনা জনশতাব্দী এক্সপ্রেসে গত কাল তিনি হাওড়ায় আসেন। এরপর ৮নম্বর প্ল্যাটফর্ম থেকে ১১নম্বর প্ল্যাটফর্মে যাবার সময় তাঁকে দেখে পুলিশের সন্দেহ হয়।ক্রাইম ইন্টেলিজেন্স দ্বারা পর্যবেক্ষণের সময় তাঁর ব্যাগ তল্লাশি করেই এত বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে রেল। 

    ওই ব্যক্তি গোরক্ষপুরের বাসিন্দা। পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে হাওড়ায় আসেন। কিভাবে এবং কোথায় এত বিপুল বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তদন্ত শুরু করেছে রেলের উচ্চপর্যায়ের তদন্ত টিম। বিষয়টি আয়কর দপ্তরে জানানো হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)