• ঘুটঘুটে অন্ধকারে হেঁটে যাচ্ছিল তিনজন, ব্যাগ খুলতেই হদিশ মিলল কোটি টাকার জিনিসের, কী ছিল জানলে চমকে যাবেন
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুলিশের চোখে ধুলো দিতে অন্য পন্থা অবলম্বন করেছিল। রাতের অন্ধকারে ট্রেনের বদলে বাস ধরতে হেঁটে গিয়েছিল বহুদূর। তবু রক্ষে হল না। অসম থেকে পাচার হচ্ছিল কোটি টাকা মূল্যের মাদক,মুর্শিদাবাদে এসে ধরা পড়ল তিন পাচারকারী।

    উদ্দেশ্য ছিল, প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন পাচার। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের  ফরাক্কা থানা এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার  ঝাড়খণ্ডের তিন ব্যক্তি। ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে এক কেজি ১০ গ্রাম উন্নত মানের হেরোইন। 

    হেরোইন পাচারের এই চক্রের সঙ্গে জড়িতে থাকার অভিযোগে এসটিএফ-এর হাতে গ্রেপ্তার মহম্মদ ফরমান, আলতাফ আলম এবং মহম্মদ আজিজ। তিনজনেরই বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল সংলগ্ন সাহেবগঞ্জ থানা এলাকায়। ধৃতদের ইতিমধ্যে ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

    সূত্রের খবর, ধৃত তিন ব্যক্তির দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ডে মাদক কারবারের সঙ্গে জড়িত। সম্প্রতি ওই তিন ব্যক্তি অসমের গুয়াহাটি গিয়েছিল। সেখানে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তির থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে। 

    শনিবার গভীর রাতে ওই তিন ব্যক্তির ট্রেনে করে নিউ ফরাক্কা স্টেশনে যায়। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য পরবর্তী যাত্রা ট্রেনে না করে বাসে করার পরিকল্পনা করে। 

    শনিবার রাতে পায়ে হেঁটে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে নিউ ফরাক্কা সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। সেই সময় ফরাক্কা থানার পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায়। ধৃতদের সঙ্গে থাকা ব্যাগগুলিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। 

    জেলা পুলিশের এক আধিকারিক জানান, ‘সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ জেলায় এত পরিমাণ হেরোইন একসঙ্গে উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি উদ্ধার হওয়া হেরোইনের সঙ্গে বাজারে উপলব্ধ  এই গোত্রের অন্য মাদকের গুণমানের বিপুল তফাৎ রয়েছে। উদ্ধার হওয়া এই হিরোইনের মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক কোটি টাকা।‘  ধৃত ব্যক্তিরা এত দামি হেরোইন কোথা থেকে পেল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃত ব্যক্তিদের পুলিশ হেফাজতের আবেদন করে রবিবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)