• কলকাতায় গ্রেফতার ভুয়ো সেনা অফিসার, উর্দি-সহ একাধিক জিনিসপত্র উদ্ধার 
    আজ তক | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • খাস কলকাতা থেকে ভারতীয় সেনার ভুয়ো ক্যাপ্টেন সেজে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ধৃতের নাম শেখ নাজির হোসেন। পার্কস্ট্রিট থানা এলাকার ইলিয়ট রোডের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় সেনার গোর্খা রাইফেলসের ভুয়ো পোশাক, ভুয়ো পরিচয়পত্র-সহ একাধিক সামগ্রী।

    কি কি উদ্ধার হয়েছে?
    তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলির মধ্যে রয়েছে:
    গোর্খা রাইফেলসের ভুয়ো সেনা পোশাক
    সবুজ রঙের সেনার টুপি
    ভুয়ো পরিচয়পত্র
    লেদার বেল্ট
    কালো রঙের বুট জুতো
    আধার কার্ডের একাধিক ফটোকপি
    উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট
    পাসপোর্ট সাইজের রঙিন ছবি

    কীভাবে প্রতারণা করত ধৃত?
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ নাজির হোসেন নিজেকে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রাইফেলসের ক্যাপ্টেন পরিচয় দিত। সে পার্কস্ট্রিট এলাকায় একটি ট্রেনিং সেন্টার চালাত যেখানে সেনাবাহিনী ও এনসিসি-তে যোগ দিতে ইচ্ছুক যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিত। তবে সেই প্রশিক্ষণ কতটা বৈধ ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    কীভাবে ধরা পড়ল প্রতারক?
    একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণার অভিযোগ আসার পর পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। এরপরই পুলিশ তল্লাশি চালিয়ে ইলিয়ট রোডের বাড়ি থেকে শেখ নাজিরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

    তদন্তের অগ্রগতি ও প্রশাসনের বক্তব্য:
    পুলিশ জানিয়েছে, শেখ নাজির হোসেনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সে কীভাবে সেনার নামে প্রতারণা করত, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সেনা পোশাক ও সামগ্রী কোথা থেকে সংগ্রহ করত, তা নিয়েও তদন্ত চলছে।

    কোন উদ্দেশ্যে এই প্রতারণা?
    প্রাথমিক অনুমান, সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুকদের কাছ থেকে টাকা আদায় করতেই এই ভুয়ো পরিচয়ের আশ্রয় নেয় শেখ নাজির। তবে পুরো ঘটনা তদন্তের পরই চূড়ান্ত সত্য উঠে আসবে বলে জানিয়েছে পুলিশ।

    প্রতিবেদনঃ স্বপন কুমার মুখার্জি

     
  • Link to this news (আজ তক)