সংবাদদাতা, কল্যাণী: সন্তানের জন্য বেলুন কিনতে গিয়ে সিলিন্ডার ফেটে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২টা নাগাদ কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুসকান মণ্ডল (২৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে প্রতি বছরের মতো এই বছরও মিলন মেলা চলছিল। সেখানেই একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি করছিল এক বিক্রেতা। হঠাৎ করেই বেলুনের সিলিন্ডার ফেটে গেলে জখম হন ৪ জন। দ্রুত তাঁদেরকে উদ্ধার করে কল্যাণীর এইমস হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আহত তিনজন মধ্যে বেলুন বিক্রেতাও রয়েছেন।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিস। বেআইনি গ্যাস বেলুন কিভাবে সেখানে বিক্রি হচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিস।
মৃতার শাশুড়ি রহনা বিবি বলেন, “বৌমা রাতে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমাকে বলে যায় তুমি ওকে দেখো আমি একটু মেলায় ঘুরে আসি। তার একটু পরেই ঘর থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। বাচ্চাটা ভয় পেয়ে যায়। আমি তারপর বৌমাকে ফোন করলেও ফোন বেজে যায়। কেউ ফোন ধরছিল না। পরে পাশের বাড়ির একজন ফোন কুড়িয়ে পায়। সে আমাদের খবর দেয়। ও ওই দোকানে বেলুন কিনতে গিয়েছিল। নিমেষের মধ্যে সব কিছু ছারখার হয়ে গেল।”