দেবব্রত ঘোষ: ইউ এস ডলার, সৌদি রিয়াল আর সিঙ্গাপুরের ডলার। হাওড়া স্টেশন থেকে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ বিদেশি টাকা! ভারতীয় মুদ্রায় য়ার দাম ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। এক যাত্রীকে আটক করেছে আরপিএফ।
আরপিএফ সূত্রে খবর, ধৃতের নাম হেমন্ত কুমার পান্ডে। বাড়ি, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আজ, রবিবার সকালে জনশতাব্দী এক্সেপ্রেসে হাওড়ায় পৌঁছন তিনি। ট্রেন তাঁকে নামতে দেখেই সন্দেহ হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানদের। শেষে যখন তল্লাশি চালানো হয়, তখন হেমন্তের ব্যাকপ্যাক এবং প্যান্টের পকেট ২ লক্ষ ৮৯ হাজার ইউ এস ডলার, ৫২৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গোরক্ষপুরেরই এক ফরেন এক্সচেঞ্জ অপারেটরের কাছে ওই বৈদেশিক মুদ্রা পেয়েছেন হেমন্ত। বিপুল পরিমাণ বিদেশি টাকা নিয়ে কলকাতার পার্কস্ট্রিটে যাচ্ছিলেন তিনি। তাঁকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে, গতকাল শনিবারই আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্সি উইংয়ের কাছে খবর আসে যে, জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছে বিপুল পরিমাণ বিদেশি টাকা রয়েছে। সূত্রের খবর তেমনই। এরপর আজ রবিবার সকালেই ওই ট্রেনের যাত্রীদের উপরে নজরদারি শুরু করেন আরপিএফ জওয়ানরাই।