মনোরঞ্জন মিশ্র: ফের বাঘের আতঙ্ক ছড়াল পুরুলিয়ার বান্দোয়ান ও বোরো বনাঞ্চল এলাকায়। রবিবার সকালে বান্দোয়ান ও বোরো বনাঞ্চল এলাকার ভাড়ারি, নেকড়া, আঁকরো, বড়কদম, হাতিরামগোড়া-সহ একাধিক জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে।
বাঘের পায়ের ছাপের খবর মিলতেই তৎপর হয়ে উঠেছে পুরুলিয়ার বনবিভাগ। জঙ্গলে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। তড়িঘড়ি মোতায়েন করা হয়েছে বনকর্মীদের। জঙ্গল-লাগোয়া এলাকায় পাওয়া পায়ের ছাপের সঙ্গে ওই বাঘের পায়ের ছাপের মিল রয়েছে কি না, বনবিভাগের তরফে খতিয়ে দেখা হচ্ছে তা-ও।
গত ৩১ ডিসেম্বর থেকে কখনো ঝাড়খণ্ডে, কখনো বাংলার জঙ্গলে চরকি পাক খাচ্ছে রেডিয়োকলারহীন এই রয়্যাল বেঙ্গল টাইগার। এক জেলা থেকে অন্য জেলা, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরতে-ঘুরতে চলেছে এটি।
বাঘকে বাগে আনতে সব চেষ্টাই বৃথা যাচ্ছে বন বিভাগের । গত কয়েকদিন আগে বান্দোয়ানের জঙ্গল ছেড়ে ঝাড়খন্ডের দলমা পাহাড়ের জঙ্গলে প্রবেশ করেছিল বাঘটি। কয়েকদিন যেতে না যেতেই ফের বান্দোয়ানের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা মিলতেই আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।
এদিকে সামনেই দোল। বসন্তের আগে-পরে এই এলাকায় বহু পর্যটক যান। সেখানে এই সময়ে এই ধরনের আতঙ্কের আবহ তৈরি হলে পর্যটনেও ছাপ ফেলবে।