অর্ণব আইচ: ফের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য! রাস্তা থেকে মহিলার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল ঢাকুরিয়ায়। বাইকে চেপে এসে গলা থেকে হার ছিনতাই করে পালায় বলে দাবি। গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে। তবে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
শনিবার বিকেল চারটে নাগাদ ঢাকুরিয়ার ঝিল রোডের ধারে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। অভিযোগকারী পিয়ালি দে রায়ের দাবি, ঢাকুরিয়ার ঝিল পার ধরে হেঁটে পুরীর প্রসাদ দিতে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় একটি বাইক তার পথ আটকে দাঁড়ায়। সেখানে তিনজন ছিল। বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও মাঝে ও শেষে থাকা আরোহীর মুখ ফাঁকাই ছিল। বয়স ৩০ বছরের আশেপাশে।
পিয়ালিদেবী আরও জানান, প্রথমে একটা ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ফ্ল্যাটের দিকে তাকাতেই পিছন দিক থেকে টান মেরে হার নেওয়ার চেষ্টা করে। প্রথমে নিতে না পারলেও সামনে এসে দাঁড়িয়ে টান মেরে ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতা হকচকিয়ে যান পিয়ালিদেবী। এর মধ্যে বাইক আরোহীরা কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে আসে। ভয় দেখিয়ে চুপচাপ বাড়ি চলে যেতে বলে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।