ফের বুনো হাতির হামলা আলিপুরদুয়ারে, চাষের জমি দেখতে গিয়ে মৃত্যু যুবকের
প্রতিদিন | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
রাজ কুমার, আলিপুরদুয়ার: রাজ্যে ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।আলিপুরদুয়ারে বুনো হাতির হানায় প্রাণ হারালেন যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবুও বাঁচানো যায়নি। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। বারবার হাতি লোকালয়ে চলে আসায় প্রশ্ন উঠছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মকোরধজ রায়। তিনি আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকার বাসিন্দা। শনিবার রাতে তিনি নিজের জমিতে চাষের হালহকিকত খতিয়ে দেখছিলেন। সেই সময় আচমকা তাঁর উপর হামলা চালায় একটি বুনো হাতি।
হামলায় গুরুতর আহত মকোরধজ রক্তাক্ত অবস্থায় জমিতেই পড়েছিলেন তিনি। আক্রমণের পর জঙ্গলে পালিয়ে যায় হাতিটি। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে দেখতে পেয়ে তাঁকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। সেখানেই মারা যান মকোরধজ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
সম্প্রতি এলাকায় বারবার হাতি লোকালয়ে ঢুকে আসার ঘটনা ঘটছে। হানায় প্রাণ যাচ্ছে অনেকের। ফের একই ঘটনার পর কেন জঙ্গল ছেড়ে বারবার লোকালয়ে চলে আসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বনদপ্তর কর্মীরা হাতির দলের উপর নজর রাখছে।