শান্তনু কর, জলপাইগুড়ি: নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যু! সেই সিম ব্যবহার করে দেশজুড়ে সাইবার জালিয়াতি, ডিজিটাল অ্যারেস্ট, ব্যাঙ্ক জালিয়াতি-সহ একাধিক অপরাধের ব্যবহার করা হয়েছে বলে দাবি পুলিশের। সেই ঘটনায় জলপাইগুড়ির বিভিন্ন থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের থেকে ৫ টি সিমকার্ড, পিওএস মেশিন, বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বিভিন্ন অংশে এই কারবার চালাচ্ছিলেন অভিযুক্তরা। তদন্তকারীরা জানতে পারেন জেলার ১৭২টি সিম কার্ড বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছে। রাজ্য সাইবার থেকেও জেলা পুলিশকে সর্তক করা হয়। সেই সূত্র ধরেই তদন্তে নামেন আধিকারিকরা। তখনই তাঁরা জানতে পারেন মালবাজার-সহ একাধিক এলাকায় নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যু করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এই সিমকার্ডগুলি বিভিন্ন সাইবার অপরাধ, ব্যাঙ্ক জালিয়াতিতে ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, “জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পিওএস সিস্টেমের সাহায্যে সিম তোলা হত। এনসিআরবি থেকে অভিযোগ আসে, জেলার ১৭২টি সিম কার্ড ব্যবহার করে দেশজুড়ে প্রতারণা করা হয়েছে। মূলত সাইবার অপরাধ, ব্যাঙ্ক জালিয়াতি করা হয়েছে।”
ধৃতদের গ্রেপ্তারের পর আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে ঘটনায় আর কেউ জড়িত কি না, পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।