আসছে বছর আবার ভোট! ছাব্বিশের কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি কী বলেন, বা বলতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে এবং রাজনৈতিক মহলে জল্পনা, আলোচনা শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, মমতা যে এমন একটি বৈঠকে বসবেন, সেই সিদ্ধান্ত আগেই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল। বস্তুত, গত বছরের নভেম্বর মাসে আয়োজিত জাতীয় কর্মসমিতির বৈঠকেই তিনি সেকথা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু, মাঝে বাজেট অধিবেশন, বাজেট ঘোষণা-সহ বিভিন্ন সরকারি কাজের জন্যই এই বৈঠক কিছুটা পিছিয়ে যায় বলে দাবি সূত্রের।
অবশেষে স্থির করা হয়েছে, আগামী বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নেতাজি ইন্ডোরে সেই বৈঠক হবে। তৃণমূল সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে - আসন্ন এই বৈঠকে দলের বিধায়ক, সাংসদ, বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতি-সহ সাংগঠনিক পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হবে। তাঁদের সকলের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংক্রান্ত আমন্ত্রণপত্র পৌঁছে যাবে।
তৃণমূল সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে বিপুল জয় পেয়েছিল, সেই ধারা অব্যাহত রাখতেই বৈঠকে বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ফের একবার কিছু সাংগঠনিক রদবদল করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনকী, আগামী দিনে রাজ্যের একাধিক পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বদল আসতে পারে। মনে করা হচ্ছে, সেই সমস্ত সম্ভাব্য রদবদল কেমন হবে, তা নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে দিক নির্দেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে এবারের রাজ্য বাজেট অধিবেশনে। এই বাজেটে আগামী একবছর দল তথা রাজ্যের সরকার কোন পথে হেঁটে অর্থনৈতিক উন্নতির প্রতিশ্রুতিগুলি পালন করবে, তার একটা রূপরেখা পেশ করা হয়েছে। এবার সেই পরিকল্পনা রূপায়নে দলীয় নেতা ও কর্মীদের কী কী করণীয়, বৃহস্পতিবারের বৈঠকে সেই দিশাও দেখাতে পারেন মমতা। এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।