সোমেই চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠক মমতার, থাকবেন ২৫০০ ডাক্তার
হিন্দুস্তান টাইমস | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গত বছর তোলপাড় হয়েছিল বাংলা। চিকিৎসকদের আন্দোলনের মুখে কার্যত তীব্র অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার। সেই সময় চিকিৎসকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় পর ফের চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।আগামী কাল সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ‘ডক্টরস কনভেনশন’- এর আয়োজন করেছে সরকার। সেখানে মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যেই সিংহভাগ চিকিৎসক সেই বৈঠকে থাকার কথা জানিয়ে দিয়েছেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আমতলায় সেবাশ্রয় প্রকল্পের সূচনা হবে। সেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। পরে তিনি ধনধান্যে স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন। এই অবস্থায় বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বৈঠকে হাসপাতালগুলির বর্তমান অবস্থার পাশাপাশি সরকারি সাফল্যের খতিয়ান, বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরবর্তী সময়ে স্বাস্থ্যক্ষেত্রে নানা অব্যবস্থার ছবি বার বার সামনে এসেছে । যার মধ্যে রয়েছে মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসকদের ঘাটতি থেকে শুরু করে জাল ওষুধ, স্যালাইন কাণ্ড, স্বজন পোষণ, স্বাস্থ্য শিক্ষার মান সহ একাধিক বিষয়ে অভিযোগ উঠেছে। সেইসব নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই বৈঠকে অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সিংহভাগ সদস্য উপস্থিত থাকবেন। চিকিৎসকদের বক্তব্য, এটা যেহেতু সরকারি অনুষ্ঠান তাই তাঁরা উপস্থিত থাকতে চান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই কনভেনশনের উদ্যোক্তা হল রাজ্য সরকারের স্বাস্থ্য গ্রিভান্স সেল। এদিকে, আরজি কর কাণ্ডের পরবর্তীতে স্বাস্থ্যক্ষেত্রে দলের সংগঠন প্রয়োজন মনে করে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠন তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্বে রয়েছেন মন্ত্রী শশী পাঁজা। মুখ্যমন্ত্রী সংগঠনের উদ্দেশ্যে কোনও বার্তা দিতে পারেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এই অনুষ্ঠানে ধনধান্যে প্রায় ২৬০০ জুনিয়র চিকিৎসক উপস্থিত থাকতে পারেন। এছাড়া, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসা আধিকারিকরাও থাকতে পারেন। এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হবে।উত্তরবঙ্গ-সহ অন্যান্য জেলা থেকে চিকিৎসক পড়ুয়ারা আজই বাসে করে কলকাতায় আসছেন। তাঁদের যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকার ব্যবস্থা করা হয়েছে। এরজন্য, উত্তরবঙ্গ মেডিক্যাল, বর্ধমান, কল্যাণী জেএনএম, ডায়মন্ড হারবারের চিকিৎসকদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবেশপত্র দেওয়া হয়েছে। রাজ্য গ্রিভান্স সেলের সদস্য যোগিরাজ রায় জানান, শিক্ষক চিকিৎসক, ছাত্র, সার্ভিস ডক্টরস সকলেই আমন্ত্রণ করা হয়েছে। আড়াই থেকে তিন হাজার জন উপস্থিত থাকতে পারেন।