আচমকাই রেল অবরোধ, একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল ট্রেন, ছুটির দিনেও ভোগান্তি
হিন্দুস্তান টাইমস | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
হাওড়া খড়্গপুর শাখায় রেল চলাচলে বিঘ্ন। দেউলটির কাছে রেল অবরোধ। স্থানীয় বাসিন্দারা এই অবরোধ করেন বলে খবর। এর জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় ঘণ্টা দুয়েক ধরে এই রেল অবরোধ চলে বলে খবর।
দেউলটি ও কোলাঘাট স্টেশনের মাঝে রেল অবরোধ। নাচোগ্রামে রেল অবরোধ। সেই রেল অবরোধের জেরে একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। সূত্রের খবর স্থানীয় বাসিন্দারা এই রেল অবরোধে শামিল হন। আসলে নাচোগ্রামের কাছে একটি রেলওয়ে ক্রশিং রয়েছে। সেখান দিয়ে যাতে যখন তখন কেউ রেললাইনের উপর আসতে না পারে সেকারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে খুঁটি পোঁতা হয়েছে। তাতেই আপত্তি বাসিন্দাদের একাংশের। আন্ডারপাস তৈরির দাবি বাসিন্দাদের। তাদের দাবি আন্ডারপাস তৈরি না করলে অত্যন্ত সমস্যা হচ্ছে। এদিকে অবরোধের জেরে মেচেদার একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। দক্ষিণ পূর্ব রেলের টিকিয়াপাড়াতেও দাঁড়িয়ে পড়েছে ট্রেন। দক্ষিণ পূর্ব রেলে হাওড়া খড়্গপুর শাখায় রেল অবরোধ। একের পর এক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। আপ ও ডাউন দুই শাখাতেই রেল পরিষেবার সমস্যায়। একাধিক স্টেশনে দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে পড়েছে বলে খবর। যাত্রী ভোগান্তি একেবারে চরমে উঠেছে।
এদিকে রেল লাইনের উপর দিয়ে হাঁটলে সমস্য়া হতে পারে। সেকারণেই রেললাইনে যাতে বাসিন্দারা যেতে না পারেন সেকারণে সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে। এদিকে দুপুর ১টার কিছু পরে রেলপুলিশের, রেলকর্তাদের সঙ্গে বাসিন্দাদের আলোচনা হয়। এরপর অবরোধ উঠতে থাকে। তবে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
কারণ এখান দিয়ে যাতায়াত করতে না পারলে অনেকটা ঘুরে যেতে হবে তাদের। সেকারণেই তারা রেল অবরোধে শামিল হন। তবে ঘটনার কথা জানতে পেরেই রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যান। রেল চলাচল যাতে স্বাভাবিক করা যায় তার জন্য নানা চেষ্টা করা হয়। এদিকে রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীর সংখ্য়া কিছুটা কম থাকে। তবে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। তবে রেল পরিষেবা স্বাভাবিক করার জন্য় সবরকম চেষ্টা চালাচ্ছে রেল।