• জঙ্গলঘেরা ইলামবাজারে নতুন পঞ্চায়েতের প্রস্তাব অনুব্রতর
    এই সময় | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বোলপুরে ইলামবাজারে অজয় নদের তীর বরাবর বিস্তীর্ণ জঙ্গল। এই এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত। স্থানীয় বাসিন্দারা এই এলাকাকে বলেন ‘জঙ্গলমহল’। রবিবার সেই ইলামবাজারে সভা করতে গিয়ে অনুব্রত মণ্ডলের গলায় শোনা গেল নতুন পঞ্চায়েতের প্রস্তাবের প্রসঙ্গ। এ দিন ইলামবাজারের রামনগরে জনসভা করেন অনুব্রত। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হয় ৩৫০ গ্রাম ওজনের রুপোর তির ধনুক। সেই মঞ্চ থেকেই বীরভূমের ‘কেষ্ট’র প্রস্তাব, এই এলাকায় নতুন একটা গ্রামপঞ্চায়েত করার কথা তিনি দলনেত্রীকে জানাবেন।

    অনুব্রত মণ্ডল বলেন, ইলামবাজারে মোট ৩০টি বুথ। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলাশাসককে অনুরোধ করব ইলামবাজারে জঙ্গলে ঘেরা এলাকায় একটি নতুন পঞ্চায়েত তৈরি করা হোক। মোট ৩০টি বুথের মধ্যে ১৫টি করে নিয়ে দু’টি পঞ্চায়েতে ভাগ করা হবে। এতে জঙ্গলমহলের আদিবাসী মানুষের সুবিধা হবে।’

    রামনগরে সিধো কানহো মঞ্চে তৃণমূলের অঞ্চল ভিত্তিক জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল-সহ অন্য নেতারা। সেখানে তৃণমূল নেতা-কর্মীরা অনুব্রত মণ্ডলের হাতে রুপোর তির ধনুক তুলে দেন। পাশাপাশি ৩০০ গ্রাম ওজনের রুপোর তির ধনুক তুলে দেওয়া হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাতে।

    তবে এই রুপোর তির ধনুক উপহার নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত। শুধু বলেন, এটা আদিবাসীদের লড়াইয়ের, বীরত্বের প্রতীক। তবে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু জানান, যে হেতু আদিবাসীদের লড়াইয়ের প্রতীক তির-ধনুক। তাই তা অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)