• মৌচাকে হানা বাজপাখির, দিকভ্রান্ত মধুকররা দাপিয়ে বেড়াল জাতীয় সড়ক, কামড়ে আহত সাত জন...
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাজপাখির হানা মৌমাছির চাকে। দিকভ্রান্ত মৌমাছি দাপিয়ে বেড়াল জাতীয় সড়কের উপর। মৌমাছির কামড়ে আহত হয়েছেন প্রায় ৬-৭ জন পথচলতি মানুষ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফালাকাটা রোড ৩১ নং জাতীয় সড়কে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১টা নাগাদ হঠাৎই রাস্তার পাশে এক বাড়ির আমগাছে থাকা মৌমাছির চাকে হানা দেয় একটি বাজপাখি। ঈগলের আক্রমনে মৌচাকের একাংশ ভেঙ্গে পড়লে মৌমাছি চলে আসে রাস্তার উপর। সেই সময় পথচারীদের উপর হামলা চালায় মৌমাছিগুলি। ঘটনায় আহত হয় প্রায় পাঁচ জন পথচারী এবং তাঁদের উদ্ধার করতে গিয়ে আহত হন কয়েকজন ব্যবসায়ী।

    তড়িঘড়ি তাঁদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বিধান মহন্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অজয় হক, জোয়ান রায়, দীপ দাস, কমল মোদকদের ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মৌমাছির কামড়ে আহত স্বর্নকমল ঘোষ নামে এক পথচারী এবং কার্তিক মন্ডল নামে এক গ্যারেজ মেকানিক বলেন, ''হঠাৎ ঈগল হানা দেওয়ায় এই বিপত্তি। রাস্তায় যাঁরা ছিলেন, অনেকেই আহত হয়েছেন।''
  • Link to this news (আজকাল)