ঝাড়খণ্ডে বেআইনি অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের এসটিএফ-এর, গ্রেপ্তার ছয় জন
আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বেআইনি অস্ত্রের উৎস কী? তার খোঁজে ঝাড়খণ্ডের একটি বেআইনি অস্ত্র কারখানায় হানা দিল কলকাতা পুলিশের বিশেষ দল (এসটিএফ)। গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র কারখানার মালিক এবং পাঁচ কর্মী-সহ মোট ছয় জনকে। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জাম।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাঁচি পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং গিরিডি পুলিশকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডের জামুয়া জেলার একটি বেআইনি অস্ত্র কারখানায় হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। কারখানাটির মালিকের নাম মহম্মদ দায়েমুদ্দিন। পুলিশের অভিযানের সময় কারখানাটিতে অস্ত্র তৈরি করা হচ্ছিল। অভিযানে ১০টি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি লেদ মেশিন ছাড়াও অস্ত্র তৈরির প্রচুর যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। ওই কারখানার মালিক এবং আরও পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতেরা হলেন, মহম্মদ দায়েমুদ্দিন (৫০), মহম্মদ শাকিল (৪৫), মহম্মদ ইমরান (৩০), মহম্মদ আফরোজ (২১), রুপেশ শর্মা (২৪) এবং মহম্মদ সোনু (২৮)। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে জানুয়ারি মাসে বিহারের একটি বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানায় আচমকা হানা দিয়েছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আগ্নেয়াস্ত্র তৈরি ও সরবরাহের সেই কারখানা থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ওই অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।