• বাংলায় এনআরসি? বড় কথা বলে দিলেন শুভেন্দু
    আজ তক | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটি সম্মেলনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালুর দাবি জানালেন। তাঁর বক্তব্য, "পশ্চিমবঙ্গে বেআইনি ভোটার রয়েছে। নাহলে শাদ রাডির মতো ব্যক্তি কীভাবে ভোট দেয়?"

    কেন এনআরসি চাইছে বিজেপি?

    শুভেন্দু অধিকারী বলেন, "উত্তরাখণ্ড, গুজরাট ইতিমধ্যেই এনআরসি প্রয়োগ করেছে। মহারাষ্ট্র শুরু করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলা সীমান্তবর্তী রাজ্য হওয়ায় এখানে বেআইনি অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি। তাই নাগরিকত্ব যাচাইয়ের জন্য অবিলম্বে এনআরসি প্রয়োজন।" তাঁর দাবি, এনআরসি প্রয়োগ হলে স্পষ্ট হবে কে ভারতীয় নাগরিক এবং কে নয়। ভোটার তালিকায় নাম থাকলেও আধার কার্ড না থাকলে তা বাতিল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    শাদ রাডির ভোট দেওয়া নিয়ে প্রশ্ন

    শুভেন্দু অধিকারীর অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাদ রাডির ভোট দেওয়ার ঘটনা। তিনি বলেন, "আমাদের প্রশ্ন, শাদ রাডি কীভাবে ভোট দিল? রাজ্যে বেআইনি ভোটারের সংখ্যা ক্রমশ বাড়ছে। রোহিঙ্গাদের বসতি বেড়ে চলেছে। প্রশাসন ও নির্বাচন কমিশন নীরব দর্শক।"

    ভোটার তালিকা যাচাইয়ে কী পাওয়া গিয়েছে?

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন ভোটার তালিকা যাচাই শুরু করেছে। কিছু জেলায় ইতিমধ্যেই ভুতুড়ে ভোটারের অস্তিত্ব সামনে এসেছে। যেমন, বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে এক বছরের কম সময়ে ভোটার সংখ্যা সাড়ে ১৮ হাজার থেকে বেড়ে ২২ হাজার ৪০০ হয়েছে। এ ধরনের অস্বাভাবিক বৃদ্ধিতে প্রশ্ন উঠেছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে।

    রাজনৈতিক প্রতিক্রিয়া

    শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ঘিরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, "বিজেপি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বেআইনি ভোটার খোঁজার নামে প্রকৃত নাগরিকদের হয়রানি করা হবে। আমরা বাংলায় এনআরসি হতে দেব না।"


     
  • Link to this news (আজ তক)