মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)র ছাড়া জলে ফের অকাল বন্যা! উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকছে। বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। ডিভিসি রাজ্যের সঙ্গে কথা না বলেই জল ছেড়ে দেয়। অতীতে এই অভিযোগ একাধিকবার উঠেছে।
সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সময় প্রতি বছরই বোরো চাষের জন্য ভিডিসি জল ছাড়ে। বেশ কিছু দিন আগেও সেই জল ছাড়া হয়েছে। আর সেই জলেই ঘটেছে বিপত্তি। জানা গিয়েছে, জল খালের মধ্য দিয়ে জমিতে নিয়ে যাওয়ার জন্য নদীতে বাঁধ দেওয়া হয়। মুণ্ডেশ্বরী নদীর চিংড়া-সহ একাধিক জায়গায় বাঁধ দেওয়া হয়েছে। এবার সেই জল বিপুল পরিমাণে এসে পড়ায় বিপত্তি দেখা দিয়েছে।
অভিযোগ, ওই জল বলাইচকে সিংড়া খালের বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বলাইচক ভাসিয়ে পাঁচারুল হয়ে ঢুকে যাচ্ছে উদয়নারায়ণপুরে। ফলে পাঁচারুল, দেবীপুরে ইতিমধ্যে প্রায় হাজার বিঘা জমি জলের তলায়। খেতের আলু জলের তলায় চলে গিয়েছে। অন্যান্য ফসলের জমিতেও জল ঢুকছে। জল আরও বাড়লে, অন্যান্য পঞ্চায়েত এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কাও করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি লক্ষ্মীকান্ত দাস বলেন, “কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়লেন।”
কৃষকরা সেই জলের মধ্যেই জমিতে নেমে আলু তুলে ফেলার চেষ্টা করছেন। কৃষকদের বক্তব্য, ওই আলুতে রোদ লাগলেই পচন ধরবে। আর যে সব আলু জমিতে রয়েছে, সেগুলিও পচবে। গতবারের বন্যায় ভয়াবহ আর্থিক সমস্যার সামনে পড়েছিলেন কৃষকরা। এবারও সেই একই আর্থিক ক্ষতির সামনে তাঁরা পড়েছেন। এমনই জানাচ্ছেন কৃষকরা। সেচ দপ্তরের বক্তব্য, বাঁধের জল কমলে ওই এলাকার সংস্কারের কাজ করা যাবে।