• ভল্লুকের খেলা দেখাতে গিয়ে বাঁকুড়ায় গ্রেপ্তার বিহারের যুবক
    প্রতিদিন | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • দেবব্রত দাস, খাতড়া: ভল্লুক নিয়ে খেলা দেখাতে গিয়ে বনদপ্তরের হাতে গ্রেপ্তার এক যুবক। উদ্ধার করা হয়েছে ভল্লুকটিকে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে সারেঙ্গা রেঞ্জের দুবরাজপুর বিটের পিঠাবাকরা এলাকায় ভল্লুক নিয়ে খেলা দেখাচ্ছিল ওই যুবক। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এলাকায় গিয়ে ভল্লুকটিকে উদ্ধার করেন। এরপর ওই যুবককেও গ্রেপ্তার করা হয়।

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ রাজ কালান্দর। বিহারের বাঁকা জেলার ডালিয়া গ্রামের বাসিন্দা। বাঁকুড়ার ডিএফও (দক্ষিণ) প্রদীপ বাউরি বলেন, “সারেঙ্গা রেঞ্জের পিঠাবাকরা এলাকায় একটি ভালুককে নিয়ে এসে খেলা দেখাচ্ছিল এক যুবক। বন্যপ্রাণী সুরক্ষা সংশোধন আইন ২০২২-এর অধীনে যা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই খবর পাওয়ামাত্র স্থানীয় বনকর্মীরা ওই এলাকায় যান। ভল্লুকটিকে উদ্ধার করেন। যে যুবক খেলা দেখাচ্ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

    মহম্মদ রাজ কালান্দরকে রবিবার খাতড়া আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ওই ব্যক্তি কীভাবে ভালুকটি পেল, আর কোথায় কোথায় ভল্লুকটি নিয়ে খেলা দেখিয়েছে সে, বন্যপ্রাণী পাচারের মতো কোনও কাজের সঙ্গে যে যুক্ত কিনা ? এমন হাজারও প্রশ্নের ভিড়। অভিযুক্তকে জেরা করে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
  • Link to this news (প্রতিদিন)