ফ্ল্যাট বুকিংয়ের নামে প্রতারণা! মহিলাকে অগ্রিম টাকা দিয়ে বিপাকে গৃহস্থ
প্রতিদিন | ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সুবীর দাস, কল্যাণী: সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখেন। ফ্ল্যাট বুকিংয়ের অগ্রিম টাকাও দিয়ে দেন। আর তারই প্রতারকের পর্দাফাঁস। ৩ লক্ষ টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ প্রতারিত। তবে ঘটনার তদন্তে নেমে টাকা ফেরাল কল্যাণী থানার পুলিশ।
ঘটনা ২০১৮ সালের। কল্যাণী বি ব্লকের বাসিন্দা রুমা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপন দেখেন কল্যাণীর সগুনার জয়দেব বাটির বাসিন্দা মলয় আচার্য। ৩ লক্ষ টাকাও দেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মহিলা তাঁকে ঘোরাচ্ছিলেন। টাকা দেওার পরেও পাচ্ছিলেন না ফ্ল্যাট। বাধ্য হয়ে শেষমেশ কল্যাণী থানার দ্বারস্থ হন তিনি। মলয়বাবুর অভিযোগ পাওয়ামাত্রই তদন্তে নামে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে কল্যাণী থানার পুলিশ মহিলার সঙ্গে যোগাযোগ করে। মলয়বাবুর অগ্রিম দেওয়া ৩ লক্ষ টাকার মধ্যে থেকে ২ লক্ষ ২০ হাজার টাকার চেক এবং বাকি ৮০ হাজার টাকা নগদ ফিরিয়ে দেয় পুলিশ। চেক হাতে নিয়ে কল্যাণী থানার পুলিশ প্রশংসা করেন মলয়বাবু। বলেন, “পুলিশ খুব ভালো কাজ করেছে।” এমন বিজ্ঞাপন দেখে অগ্রিম টাকা দেওয়ার ক্ষেত্রে সবাইকে ভেবে দেখার অনুরোধ জানান মলয়বাবু। শুধু মলয়বাবু নাকি অন্য কারও সঙ্গে প্রতারণা করেন মহিলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।