বিক্রম রায়, কোচবিহার: অন্যরাজ্যের বাসিন্দাদের নাম বাংলার ভোটার লিস্টে তুলছে বিজেপি! সম্প্রতি এহেন অভিযোগ তুলে দলের নেতা-কর্মীদের সতর্ক করেছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বললেন, “কেউ ভোটার লিস্টে জল ঢোকালে তাঁর হাঁটুতে জল ঢোকাবে তৃণমূল।” নিশানা করলেন সরকারি আধিকারিকদেরও।
রবিবার কোচবিহারে একটি সভা করেন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানেই একাধিক ইস্যুতে বিরোধী বিজেপিকে নিশানা করেন তিনি। সেখানেই ওঠে ভোটার লিস্ট প্রসঙ্গ। এদিন উদয়ন দাবি করেন, দিল্লিতেও ভোটার তালিকায় কারচুপি করে জিতেছে বিজেপি। বাংলার ক্ষেত্রেও বিজেপির সেই চেষ্টা করার সম্ভাবনা প্রবল। সেই আশঙ্কা করেই আগেভাবে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন। তাঁর কথায়, “বিজেপি বাংলাতেও ভোটার লিস্টে জল ঢোকানোর চেষ্টা করবে। কিন্তু মাথায় রাখবেন, যে ভোটার তালিকায় জল ঢোকাবে তাঁর হাঁটুতে জল ঢোকাবে তৃণমূল।” এর পাশাপাশি দলের নেতাদের সতর্ক করলেন তিনি। প্রত্যেককে নিজের এলাকার ভোটার লিস্টে নজর রাখার নির্দেশও দেন তিনি।
এখানেই শেষ নয়। উদয়ন গুহর দাবি, শুধু বিজেপি না, এই ভোটার লিস্টে কারচুপিতে যোগ রয়েছে একস্তরের সরকারি আধিকারিকদের। উদয়নের হুঁশিয়ারি, তাঁদের হাতেনাতে ধরতে পারলে সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবেন। মন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।