দক্ষিণ-পূর্ব রেল শাখার কোলাঘাট এবং দেউলটি স্টেশনের মাঝমাঝি জায়গায় রেল অবরোধ। রবিবার সকাল ১০টা নাগাদ নাচক, জলপাই-সহ প্রায় আটটি গ্রামের বাসিন্দারা রেল অবরোধ করেন। যার জেরে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে হাওড়া-খড়গপুর শাখায়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন। এখন অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক বলেই খবর স্থানীয় সূত্রে।
গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা আগে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতেন। কিন্তু রেল কর্তৃপক্ষ শনিবার রাতে ব্যারিকেড তৈরি করে দেয়। ফলে গ্রামবাসীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। প্রায় দু’কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। তাই আন্ডারপাসের দাবিতে রেল অবরোধ শুরু করছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষকে গত কয়েক বছরে একাধিক বার দাবিপত্র জমা দিলেও কাজের কাজ কিছুই হয়নি।
তিন ঘণ্টারও বেশি সময় ধরে রেল অবরোধ চলে। ঘটনাস্থলে ছুটে যায় আরপিএফ জওয়ান এবং রেলের পদস্থ আধিকারিকেরা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীদের পক্ষ থেকে স্মারকলিপি তাঁদের হাতে তুলে দেওয়া হয়। রেল আধিকারিকেরা আশ্বাস দেন, গ্রামবাসীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে। এর পরেই অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।